Sunday, January 5, 2014

টমেটো চাষ পদ্ধতি | টমেটো চাষে ব্যবসা | Growing Tomato's

টমেটো চাষ পদ্ধতি, Growing Tomato'sটমেটোর উৎপত্তি স্থান মধ্য আমেরিকায়। বাংলাদেশে এটি বিলাতি বেগুন নামেও পরিচিত। এ সবজির জনপ্রিয়তা খুব বেশি পুষ্টিকর ও সুস্বাদু বলে। এতে আমিষ ১.৯ গ্রাম, শর্করা ৩০৬ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, খাদ্যশক্তি ২৩ কিলোক্যালরি, আঁশ ০.৭ গ্রাম, জলীয় অংশ ৯৩.১ গ্রাম, ক্যালসিয়াম ২০ মিলিগ্রাম, লৌহ ১.৮ মিলিগ্রাম, ভিটামিন ২০০ মিলিগ্রাম ছাড়াও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। আধুনিক পদ্ধতি ও উন্নত জাতের টমেটো চাষ করলে ফলন অনেক বেড়ে যায়। সেই সঙ্গে আর্থিকভাবে লাভবানের পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করা যায়।






মাটি ও জলবায়ু

সব ধরনের মাটিতে টমেটোর চাষ করা যায়। তবে দো-আশ ও বেলে দো-আশ মাটি বেশি উপযোগী। সাধারণত ২০-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গাছে টমেটো ভালো জন্মে। তাই বাংলাদেশে শীতকালে টমেটো চাষের জন্য উপযুক্ত সময়।

জাত

টমেটোর অনেক জাত রয়েছে। যেমন- রুমা, মানিক, রতন, ভি এফ, সানমারজানো, অক্সহার্ট, মারগোব, বারি টমেটো-৩, বারি টমেটো-৫, অপূর্ব, শিলা, অনুপমা, বিনা টমেটো-২, বিনা টমেটো-৩ ইত্যাদি উল্লেখযোগ্য।

জমি তৈরি ও চারা রোপণ

জমি ৪-৫ বার চাষ এবং মই দিয়ে মাটি ঝুরঝুরে করে তৈরি করে নিতে হবে।
বীজ রোপণের ৩০-৪০ দিন পর চারা রোপণের উপযোগী সময়। প্রতি সারিতে ২ সারি করে চারা লাগাতে হবে। চারা রোপণের দূরত্ব সারি থেকে সারি ৬০ সেন্টিমিটার, চারা থেকে চারার দূরত্ব ৪০ সেন্টিমিটার।

রোপণের সময়

নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত চারা রোপণ করা যায়।

সার প্রয়োগ পদ্ধতি

সম্পূর্ণ গোবর, টিএসপি, এমপি, কাইনেরাইটের অর্ধেক ইউরিয়া ইত্যাদি সার শেষ চাষের সময় জমিতে ছিটিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া সার সমান দুই কিস্তিতে চারা লাগানোর ১৫ ও ৩০ দিন পর প্রয়োগ করতে হবে।

পরিচর্যা

প্রথম ও দ্বিতীয় কিস্তির সার প্রয়োগের আগে পার্শ্বকুশিসহ মরা পাতা ছাঁটাই করে দিতে হবে। হরমোন প্রয়োগ সুবিধা এবং বাতাসে যেন হেলে না পড়ে সেজন্য বাঁশের কঞ্চি দ্বারা ঠেকনা দিতে হবে। প্রয়োজনে নিড়ানি দিতে হবে এবং মাটির উপরিভাগ আলগা করে দিতে হবে। ফলে আলো-বাতাস প্রবেশের সুবিধাসহ মাটি রস বেশিদিন ধরে রাখতে পারবে। ৪-৬ বার সেচ প্রয়োজন অনুযায়ী দিতে হবে। তবে চারা লাগানোর ৩-৪ দিন পর হালকা এবং পরবর্তী সময়ে প্রতি কিস্তি সার প্রয়োগের পর জমিতে সেচ দিতে হবে।

পোকা দমন

টমেটো মূলত দুটি পোকা অধিকহারে ক্ষতি করে থাকে যথা : জাব পোকা ও ফল ছিদ্রকারী পোকা। জাব পোকা টমেটো গাছের পাতা, কচি ডগা ও কা- থেকে রস শুষে খেয়ে গাছের ক্ষতি করে এবং গাছে মোজাইক রোগ ছড়ায়। এ পোকা দমনে ১ হাজার লিটার পানির সঙ্গে রগোর এল-৪০/সাইফানন ৫৭ ইসি বা ক্লাসিক-২০ ইসি মিশিয়ে প্রতি হেক্টর জমিতে স্প্রে করতে হবে। অন্যদিকে ফল ছিদ্রকারী পোকার কীড়া টমেটো ছিদ্র করে ভেতরে ঢোকে এবং কুরে কুরে খায়, ফলে আক্রান্ত ফল খাওয়ার অনুপযুক্ত করে ফেলে। এ পোকা দমনের জন্য প্রথমত আক্রান্ত পাতা ও ফল সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে। যদি বেশি পরিমাণে আক্রান্ত হয় তবে ফরাটাপ বা কেয়ার ৫০ এসপি ২ গ্রাম হারে প্রতি লিটার পানির সঙ্গে মিশিয়ে গাছের পুরো অংশ স্প্রে করতে হবে। তাছাড়াও বাইকাও-১ প্রয়োগ করে পোকা দমন করা যেতে পারে।

রোগ দমন

টমেটোর ঢলে পড়া রোগ লাল মাটিতে চাষ করলে বেশি পরিমাণে হতে পারে। তাই চাষ করার আগে জমি নির্বাচনে সতর্ক হতে হবে এবং পরিমিত সেচ দিতে হবে। টমেটোর আগাম ধসা রোগের ফলে গাছের পাতা একসময় সম্পূর্ণ শুকিয়ে যায় ফলে ফসল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাই রোগমুক্ত বীজ ও চারা রোপণ করতে হবে এবং প্রয়োজনে কৃষিবিদের সাহায্য নিতে হবে। টমেটোর নাবি ধসা রোগের কারণ ছত্রাক। এ রোগ অনেকটা আগাম ধসা রোগের মতো, তাই একই রকম রোগ দমনে একই রকম ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ভাইরাসের কারণে টমেটোর মোজাইক রোগ এবং বুশি স্টান্ট রোগে আক্রান্ত গাছ দেখামাত্র তুলে ধ্বংস করতে হবে এবং প্রয়োজনে কৃষিবিদের পরামর্শ নিতে হবে। টমেটোর শিকড়ের গিট রোগে হেক্টর প্রতি ৬০ জি ফুরাফুরান বা কেয়ার ৪ জি ৫ কেজি প্রয়োগ করতে হবে।

ফসল সংগ্রহ

টমেটো চাষ পদ্ধতি, Growing Tomato's
চারা লাগানোর ৭৫-৮০ দিনের মধ্যে টমেটোর ফল সংগ্রহ করা যায় এবং প্রতি গাছ থেকে ৭-৮ বার ফল সংগ্রহ করা যায়। ফল কাঁচা ও পাকা উভয় অবস্থায় তোলা যায়।
ফলন
হেক্টরপ্রতি ফলন ৩০-৪০ টন পর্যন্ত হয়ে থাকে।
বাজার সম্ভাবনা

টমেটো হচ্ছে একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। কচি ও পাকা টমেটো সালাদ তৈরিতে ব্যবহার করা হয়। বিভিন্ন রান্নায় টমেটো ব্যবহার করা হয়।
এছাড়া টমেটো দিয়ে সুস্বাদু সস, কেচাপ ইত্যাদি তৈরি করা হয়। তাই টমেটোর চাহিদা সব সময়ই থাকে। টমেটো চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব। এছাড়া দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত উৎপাদন বিদেশে রপ্তানি করা সম্ভব। এক্ষেত্রে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান সহায়তা দিয়ে থাকে। টমেটো বিদেশে রপ্তানি করার জন্য এসব প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা যেতে পারে।
- See more at: http://infokosh.gov.bd/atricle/%E0%A6%9F%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9F%E0%A7%8B-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7#sthash.Hk2bFTzi.dpuf
বাজার সম্ভাবনা

টমেটো হচ্ছে একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। কচি ও পাকা টমেটো সালাদ তৈরিতে ব্যবহার করা হয়। বিভিন্ন রান্নায় টমেটো ব্যবহার করা হয়।
এছাড়া টমেটো দিয়ে সুস্বাদু সস, কেচাপ ইত্যাদি তৈরি করা হয়। তাই টমেটোর চাহিদা সব সময়ই থাকে। টমেটো চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব। এছাড়া দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত উৎপাদন বিদেশে রপ্তানি করা সম্ভব। এক্ষেত্রে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান সহায়তা দিয়ে থাকে। টমেটো বিদেশে রপ্তানি করার জন্য এসব প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা যেতে পারে।
- See more at: http://infokosh.gov.bd/atricle/%E0%A6%9F%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9F%E0%A7%8B-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7#sthash.Hk2bFTzi.dpuf
বাজার সম্ভাবনা

টমেটো হচ্ছে একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। কচি ও পাকা টমেটো সালাদ তৈরিতে ব্যবহার করা হয়। বিভিন্ন রান্নায় টমেটো ব্যবহার করা হয়।
এছাড়া টমেটো দিয়ে সুস্বাদু সস, কেচাপ ইত্যাদি তৈরি করা হয়। তাই টমেটোর চাহিদা সব সময়ই থাকে। টমেটো চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব। এছাড়া দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত উৎপাদন বিদেশে রপ্তানি করা সম্ভব। এক্ষেত্রে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান সহায়তা দিয়ে থাকে। টমেটো বিদেশে রপ্তানি করার জন্য এসব প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা যেতে পারে।
- See more at: http://infokosh.gov.bd/atricle/%E0%A6%9F%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9F%E0%A7%8B-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7#sthash.Hk2bFTzi.dpuf









বাজার
সম্ভাবনা


টমেটো হচ্ছে একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। কচি ও পাকা টমেটো সালাদ তৈরিতে ব্যবহার করা হয়। বিভিন্ন রান্নায় টমেটো ব্যবহার করা হয়।
এছাড়া টমেটো দিয়ে সুস্বাদু সস, কেচাপ ইত্যাদি তৈরি করা হয়। তাই টমেটোর চাহিদা সব সময়ই থাকে। টমেটো চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব। এছাড়া দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত উৎপাদন বিদেশে রপ্তানি করা সম্ভব। এক্ষেত্রে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান সহায়তা দিয়ে থাকে। টমেটো বিদেশে রপ্তানি করার জন্য এসব প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা যেতে পারে।



সুত্র:
টমেটো চাষ পদ্ধতি
আরো দেখুন: টমেটো চাষ করে লাখপতি


1 comment:

  1. Growing Tomato's, টমেটো চাষ পদ্ধতি, টমেটো চাষে ব্যবসা

    ReplyDelete

Please don't spam. Spam comments are not approved